কম খরচে সিমলা-মানালি ভ্রমণ
মানালিতে বরফের চূড়ায় প্রারম্ভিকা - অবশেষে মাত্র ১২,০০০টাকায় ১২ দিনে সিমলা-মানালি ঘুরে এলাম। আটটি পর্বের মাধ্যমে আজকে সেই গল্পই শোনাবো আপনাদের । এই সিরিজটি সিমলা-মানালি ভ্রমণেচ্ছুকদের জন্য খুবই সহায়ক হবে বলে আমি মনে করি। রুটপ্ল্যান নিয়ে পড়াশোনা কম করিনি , কিন্তু তবুও প্ল্যানিং এ কিছু অসামঞ্জস্যতা থেকেই গেছে । সব জেনেশুনে গিয়েও ট্যুর শেষে মনে হয়েছে আরো বেটার প্ল্যানিং এবং কিছু মোডিফিকেশনও প্রয়োজন ছিলো । আমার ব্লগে আমি অতীতের পড়াশোনা এবং নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সেসব অসমাঞ্জস্যতাগুলো তুলে ধরতে চেয়েছি । যারা এই রুটে যেতে আগ্রহী এই সিরিজটি তাদের রুট প্ল্যানে , বাজেট প্রণয়নে , টাইম ব্যালান্স করতে , চ্যালেঞ্জগুলো ফেস করার ক্ষেত্রে অনেক উপকারে আসবে বলে আশাবাদী । সে অনেক দিনের প্ল্যান ছিলো ভারতে যাওয়া নিয়ে । বহু জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাসপোর্ট - ভিসা হাতে পেলাম । এবার শুরু হলো মেইন প্ল্যানিং । ...